শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, নকলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান স্যার আজ বিকাল ৫.২০ মিনিটে শেরপুর সদর সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন৷
তার এই মৃত্যুতে নকলা- নালিতাবাড়ী সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সম্মানিত সদস্য বাবু গোপাল চন্দ্র সরকার শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন এমন একজন নেতা কে আমরা হারিয়ে ক্ষতিগ্রস্ত হলাম। তিনি আওয়ামীলীগের সম্পদ ছিলেন। তার আত্মার শান্তি হোক। তিনি ১৯৬৯ সালে “সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ” নকলা উপজেলা শাখার সভাপতি, স্বাধীনতা উত্তর সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতা ও বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। ১৯৭৩ সালের ডাকসু নির্বাচনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে যুক্তিবিদ্যা বিভাগের ভিপি নির্বাচিত হন বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হারিয়ে।স্যারের জানাযা নামাজ আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে নকলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply