পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলায় সোনালী আঁশ পাট চাষীদের মুখে হাসি ফিরে পেতে শুরু করেছে।
এবারের আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবারে পাটের বাম্পার ফলন এসেছে।
সেইসাথে বর্তমান বাজারদরে পাট চাষীদের মন হাসি-খুশি। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার গম,ভুট্টা ,ধানের পাশাপাশি এখানে পাটের উৎপাদন ও হেক্টর প্রতি ফলন ও এবারে বেশি হয়েছে।
বিগত বছরগুলোতে পাটের দাম নিম্নমুখী হওয়ায় কৃষকরা পাট চাষের আগ্রহ হারিয়ে ফেলেছিলো।
তবে চলতি মৌসুমে পাটার বাজার মূল্য মন প্রতি ৩ হাজার ৫শত থেকে ৩ হাজার ৮ শত টাকা হওয়ার কৃষকেরা লাভের মুখ দেখেছে।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায় পরিদর্শন করে জানা যায়, যেমন আটোয়ারী ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন মির্জাপুর ইউনিয়ন তোড়িয়া ইউনিয়ন বলরামপুর ইউনিয়ন এসব এলাকার পাট চাষীদের কাছ থেকে জান যায় পাট চাষের কথা কৃষকরা জানান , চলতি মৌসুমে এক বিঘা জমিতে পাট চাষ করে ৭থেকে সারে ৭হাজার টাকা খরচ করে লাভ হচ্ছে ২৮থেকে ৩২ হাজার টাকা।
পাটের আঁশ ছাড়াও পাট খড়ির চাহিদা বাজারে প্রচুর। পাটখড়ি বিক্রি করলে চাষিরা মোটা অংকের অর্থ পেয়ে থাকে ।
এবারে পাটের উৎপাদন ভালো হয়েছে, সেইসাথে কৃষকেরা উৎপাদিত পাটের দাম ও ভালো পাচ্ছেন। আশা করি আগামী বছরে আরো পাটের ফলন বাড়বে ।
কৃষকরা পাট সংরক্ষণ ও বাজারজাত করণে সরকারের সহযোগিতা কামনা তার।
Leave a Reply