আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টের সার্বিক তত্বাবধান ও ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ নূরানী ইবতেদায়ী মাদ্রাসার ব্যবস্থাপনায়
কোভিড-১৯ ভ্যাকসিন ফ্রি নিবন্ধন, মূমূর্ষু রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ,কসমেটিক খৎনার আয়োজন,মৃত ব্যক্তির দাফন-কাফন কাজে সহায়তাসহ মাসব্যাপী সেবামূলক কার্যক্রম আজ ৫ আগস্ট বৃহস্পতিবার চসিক পাহাড়তলি ১ নং ওয়ার্ড মাহমুদাবাদে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। করোনাকালীন সেবামাস উদ্বোধন করেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ম্যানেজিং ট্রাস্টি মাওলানা এম এ মতিন ও শিক্ষাবিদ অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।মাদ্রাসার পরিচালক মাও. মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খানের সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাও. মুফতি জামাল উদ্দীন অাল কাদেরী, মুহাম্মদ সেকান্দর মিয়া,মাও. সালামত আলী,আব্দুল হালিম,আব্দুল খালেক চৌধুরি, মাহবুব চৌধুরি খোকন,জামাল উদ্দীন,ছগির মিয়া বাবুল,নাসির উদ্দীন রুবেল,হাফেজ নাসির উদ্দীন,মাদ্রাসার সুপার মুহাম্মদ আরমান শাহ,দাফন-কাফন টীম প্রধান হাফেজ নুরুল ইসলাম,হাফেজ ইকবাল হোসাইন জনি,হাফেজ আরিফুল ইসলাম,সায়েম উদ্দীন, মুহাম্মদ আসিফ প্রমূখ।সেবামাসের ১ম দিনে ২ শতাধিক সেবাগ্রহীতার মাঝে ফ্রি নিবন্ধনকৃত টিকা কার্ড বিতরণসহ অক্মিজেন সিলিন্ডার বুঝিয়ে দেন অতিথিবৃন্দ।পরে উস্তাজুল ওলামা অধ্যক্ষ অাল্লামা ইদ্রিস রেজভি (রহ),মাদ্রাসার প্রয়াত ভূমিদাতা মাস্টার মুহাম্মদ সিরাজুল হক চৌধুরি (রহ)সহ খোদ্দাম দায়িত্বশীল নেতৃবৃন্দের ওফাতপ্রাপ্ত আত্মীয়- স্বজনের স্মরণে মিলাদ কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি জামাল উদ্দীন আল কাদেরী।
Leave a Reply