আন্জুমানে খুদ্দামুল মুসলেমীন এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ত্রাণসামগ্রী বিতরণ।
আজ আন্জুমানে খুদ্দামুল মুসলেমীন এবং ইসলামি ছাত্র সেনার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অসহায়,গরীব মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয় ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় হতদরিদ্র,অসহায় মানুষদের হাতে ত্রাণসামগ্রি তুলে দেয়া হয় ।আগত লোকজন ত্রাণসামগ্রি পেয়ে আনন্দিত হয়ে বলেন-এ করোনায় আমাদের জীবন-যাপন খূব কষ্টের মাঝে অতিবাহিত হচ্ছে এ সংকটময় সময়ে আমরা কোন প্রকার সহযোগিতা পাইনি।আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন আমাদের পাশে দাড়িয়েছে আমরা শোকরিয়া জ্ঞাপন করছি এবং এ সংগঠনের সর্বাঙ্গিন মঙ্গল কামণা করছি ।
Leave a Reply