আমতলী উপজেলাধীন আঠারগাছিয়া বাজারে এক মাদক ব্যবসায়ীকে পুলিশে দিয়েছে স্থানীয় জনগন।
৮/১০/২১ ইং তারিখ রোজ শুক্রবার আনুমানিক রাত ৮ঃ৪৫ মিনিটের সময় আঠারগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার, সাবেক মেম্বার সহ স্থানীয় গন্যমান্য লোকজনের প্রচেষ্টায় আঠারোগাছিয়া বাজারের আজমির হোসেন কুট্টি (২৭) নামের এক ব্যাক্তিকে গাজাসহ হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ মাদক ব্যবসায়ী আজমীর হোসেন কুট্টিকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে বর্তমান মেম্বার মোঃ লিয়াকত আলী লিয়ন তালুকদার বলেন, আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে মাদক ব্যাবসাকে আমার ওয়ার্ড থেকে চিরতরে নির্মুল করার জন্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে কাজ করতেছি।
আমতলী উপজেলা যুবলীগের সহ সম্পাদক ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন গাজী বলেন,আমাদের এলাকা হবে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ, এই লক্ষ্যে আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম সরোয়ার ফোরকান এর নির্দেশে সমাজের প্রত্যেকটি জনগন ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতেছি, আর যারা মাদক সেবনকারী ও মাদক ব্যবাবসায় সম্পৃক্ত তাদের আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করতেছি, আমারা আমাদের সমাজকে মাদক মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলব।
৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোশারফ ঢালী বলেন মাদক এলাকা থেকে চিরতরে নির্মুল করে ছাড়বো, এটা আমাদের অঙ্গীকার।
৩নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোঃ সাগর বলেন আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় মাদক কারবারীদের ধরে পুলিশে সোপর্দ করতেছি, ভবিষ্যতে আমাদের এ কর্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার মোঃ জালাল উদ্দিন মাস্টার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply