আশুলিয়ায় অস্ত্র বিক্রেতা ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আসামীকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করে র্যাব -৪। এরআগে ১৮ জুলাই ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল আশুলিয়ার নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও ০২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে।
সে এলাকার বিভিন্ন নিরীহ মানুষকে অস্ত্র প্রদর্শনসহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। সে অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের নিকট থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার নিকট হতে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতো বলে জানা যায় ।
Leave a Reply