মুক্তি টিভি (HD)
৪০ হাজার টাকার ফ্রিজ ১৫ হাজার টাকায়। পাবলিকের মাথা পুরাই নষ্ট। অর্ডার পরলো ২০০০।
১৫০০০/= X ২০০০ কত হয়?
জীঁ ৩ কোটি টাকা।
এইবার ১০০টা ফ্রিজ কেনা হলো প্রতিটা ৩৫ হাজার টাকা দিয়ে।
খরচ হলোঃ ৩৫ লাখ টাকা। হাতে আরো থাকলো ২ কোটি ৬৫ লাখ টাকা।
১০০ ফ্রিজ ডেলিভারি দেওয়া হলো।
যারা ডেলিভারি পেলো তাদের সোনায় সোহাগা। উৎফুল্ল হয়ে ফেসবুকে স্ট্যাটাস আমি পেয়েছি, আমি পেয়েছি।
যারা পেলোনা তারা ভাবলো আরো কিছুদিন অপেক্ষা করি, যেহেতু অনেকেই পেয়েছে তাই আমিও পাবো।
এইবার সাইক্লোন অফারঃ
৩ লাখ টাকার বাইক ১.৫ লাখ টাকায়। পুরান পাগল যারা ছিলো তাদের সংগে নতুন পাগলও যোগ হলো মাথা নষ্টের খেলায়।
অর্ডার পরলো ৫০০০।
১৫০০০০/= X ৫০০০ কত হয়?
জীঁ ৭৫ কোটি টাকা।
এইবারও ১০০ টা বাইক কেনা হলো প্রতি বাইক ২ লাখ ৮০ হাজার টাকায়। খরচ হলো ২ কোটি ৮০ লাখ। হাতে রইলো ৭২ কোটি ২০ লাখ যোগ আগের ২ কোটি ৬৫ লাখ, মোট ৭৪ কোটি ৮৫ লাখ।
১০০ বাইক মহাসমারোহে ডেলিভারি দেওয়া হলো। যারা পাইলো তাদেরতো স্ট্রোক হবার দশা। যারা পাইলোনা তাদের কমপ্লেইন্ট জানিয়ে হাজার হাজার কমেন্ট।
সব কমেন্টে একটাই উত্তরঃ
আপনার ইস্যুটি আমরা দেখছি। অনুগ্রহ করে অপেক্ষা করে সংগে থাকুন। করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন, নিরাপদ দুরত্ব বজায় রাখুন।
এরপরে আবার টর্নেডো অফারঃ
না আর লিখছিনা। জাতী হিসাবে আমরা যে কতবড় গাধা সেইটা তারা জানে। ফলে গাধার সামনে মুলা ঝুলিয়ে রেখে একসময় কয়েক হাজার কোটি টাকা তাদের হস্তগত হয়ে যাবে। তারপর কি হবে সেই প্রেডিকশন এখনই দেওয়া যাচ্ছেনা। গাধাদের গাধামি চলতে থাকুক…..
(এইটা একটা কাল্পনিক কাহিনি। কারো সংগে মিলে গেলে স্রেফ কো-ইন্সিডেন্স। এইজন্য পোষ্টদাতার কোনো দায়ভার নেই।)
Leave a Reply