Mukit TV HD
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সাভারের বিভিন্ন সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতিতে দেখা গেছে। পাশাপাশি আনসার ও বিজিবির সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থান পরিদর্শন করছেন।
এছাড়া সকাল থেকেই মহাসড়ক ও শাখা সড়কগুলোতে যান চলাচল ছিল কম। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।
তবে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল হাওয়ায় দেখা গেছে লকডাউনের ভিন্ন চিত্র,
সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিন সাভার, আশুলিয়া গার্মেন্টস শ্রমিকরা পড়েছে চরম দুর্ভোগে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানার কর্তৃপক্ষ যাতায়াতের গাড়ি না দিতে পারায় শ্রমিকরা পায়ে হেঁটে কর্মস্থলে যোগদান করেছেন। অনেকে আবার দশ টাকার গাড়ি ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে গাদাগাদি করে ভ্যানে অথবা রিকশায় করে কারখানায় যাচ্ছেন। এতে সংক্রমণের হার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply