“অন্তহীন সাগর ”
তুমি কেন তাকিয়ে ঐ দুর অন্তহীন সাগরে
ভাবছ বুঝি দেখিবে মোরে সাগরের ওপারে
আমিই তো অমাবস্যার সেই ঘোর অন্ধকারে
ডুবিতে দেইনি তোমাকে ঘুটঘুটে তিমির গহবরে।
পুরো পৃথিবী যদি চায় যাকনা ভুলে মোরে বিশ্বাস বেচে থাকব আমি তব হৃদয় মন্দিরে
তুমি যবে হারিয়ে যাচ্ছিলে কাল বৈশাখী ঝড়ে
আমিই লুকিয়েছি প্রিয়া তোমাকে এই অন্তরে।
তুমি বিদিশার দিশা হয়ে ফুটেছিলে কাননে
শত যন্ত্রণায় যখন জ্বলছিলে অন্তহীন দহনে
ভাবনায় ছিল কি আসবে কোনো আপনজনে
মনে পড়ে কি কে এসেছিল পাশে সেই দুর্দিনে?
আমি ছিলাম অতীতের মত আজো আছি
সুখে দু:খে থাকব চিরকাল মোরা কাছাকাছি
বাঁচার প্রতিজ্ঞায় তাইতো পথ চেয়ে বসে আছি
আমাদের জীবন হোক চির সুখের পাঠ্যসূচী।
তুমি আমার প্রাণে থাকবে চির জীবন্ত
তুমি মোর ভালোবাসার প্রতীক তুমি অনন্ত
তুমি হয়ে থাকবে আলোর ভূবনে চির জলন্ত
তুমি বিদগ্ধ প্রাণে যোগাবে ভালোবাসা অফুরন্ত।
মোদের এই চির অনন্ত চাওয়া-পাওয়া
মধুর জীবন জীবন্ত ইতিহাসে থাকবে লেখা
আশায় আছি চিরস্হায়ী আবাসনে হবে দেখা
আমি আলো হয়ে জ্বলব তুমি হবে ছায়ারেখা।
Leave a Reply