Mukit TV HD
আমাদের ফরিদপুর এর ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক জনাব সোহেল শেখ এর স্ত্রী আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
জনাব সোহেল শেখ দীর্ঘদিন যাবত আমাদের ফরিদপুর ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক হিসেবে খুবই দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন, তার কঠোর বাজার মনিটরিং জেলায় প্রশংসনীয়।
গতো বছর ১৭ ই মার্চ এর পরবর্তী সময়ে যখন পুরো দেশে করোনাভাইরাস ব্যাপকভাবে বিস্তার লাভ করে তখন এই মানবতার ফেরিওয়ালার এক ডাকেই সারা দিয়ে মৃত্যুর শতভাগ ঝুঁকি জেনেও বিজ্ঞ সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ জাকির হাসান এর ডাকে সাধারণ মানুষের পাশে এসে দারান।
উক্ত সময়টা এতটা সহজ ছিলনা, কেননা তখন মানুষের মনে ধারণা ছিলো করোনা মানেই মরন, আর সেই সময় আমরা সোহেল শেখ ভাইকে জেলা প্রশাসন ফরিদপুর এর সাথে এবং পাশে পেয়েছি।
এখানে বাড়িয়ে বলার কিছুই নেই, কেননা গতো বছরের করোনার প্রথম প্রহরে আমিও ছিলাম এই ঝুকিপূর্ণ ডিউটির দায়িত্বে, কাজগুলো তখন খুবই ঝুকিপূর্ণ ছিলো, কেননা আমরা কেউ এই ভাইরাস সম্পর্কে ততটা জ্ঞ্যত ছিলামনা।
করোনা কালিন এই দূর্যোগে ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক জনাব সোহেল শেখ এর সকল কার্যক্রম ছিলো খুবই প্রশংসনীয়, তাছাড়া সারাবছর বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্যের মূল্য তালিকা সঠিক রাখতে তাকেই দেখা যেতো শহরের বিভিন্ন বাজারে, তিনি খুবই সচেতন একজন মানুষ ছিলেন, তিনি আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন, কিন্তু দুঃখজনক বিষয় এটাই আজকের এই দূর্যোগেই তার নিজের সবথেকে কাছের মানুষটি চিরবিদায় নিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে পরকালের পথে পারি জমালেন।
আমরা সবাই মরহুমার জন্য দোয়া করবো আল্লাহ তায়ালা যেনো তার মৃত্যু পরবর্তী সময় সহজ করে দেন, এবং তার পরিবারকে পরবর্তীতে সকল মসিবত থেকে রক্ষা করেন, আমিন।
Leave a Reply