নারায়ণগঞ্জ সোনারগাঁ হাইওয়ে পুলিশের চৌকসতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি পিকআপ ভ্যান ধাওয়া করে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে সোনারগাঁ হাইওয়ে পুলিশ।
অদ্য ৪ অক্টোবর সোমবার ১১টার দিকে কাঁচপুর পাঠাত্তা চাদঁমহল সিনেমা হল এলাকা থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় প্রিকাপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ এস আই মোস্তফা কামাল জানান, ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ডিউটি চলাকালে অবস্থায় চাদঁমহল ডিভাইডারে (ঢাকা মেট্রো ন ১৮-২৭৪০) পিকাপভ্যান ঘুরানোর সময় সন্দেহজনক পিকআপ থামতে বলি। পিকাপভ্যানটি পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশও পিকাপ ভ্যানটিকে ধাওয়া করলে পিকাপভ্যানটি সিদ্ধিরগঞ্জ এলাকার আদমজী মিলের গেইটের সামনে পিকাপের রেখে চালক ও সহযোগী পালিয়ে যায়। তখন প্রিকাপটি তল্লাসী করে ড্রাইভারের সিটের পিছন থেকে ১৯ প্যাকেট থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করি।
এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, উদ্ধারকৃত গাঁজা এবং প্রিকাপ ভ্যানের অজ্ঞাত ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply