Mukti TV HD
উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে সোমবার নিখোঁজের একদিন পর আসিফ ইসলাম (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আসিফ ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে সফিপুর পূর্বপাড়া এলাকায় মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকত। তার বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
আসিফ ইসলাম বাড়ি থেকে বের হয়। পরে সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়ি ফিরে আসে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। দুপুরে বাসার পাশের একটি পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকলে পুলিশ লাশ পরিবারের কাছে হন্তান্তর করে। মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক হাসান-উদ দৌলাহ জানান, পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply