Mukti TV HD
“নিজের হাতে পরিস্কার করি, দূষণমুক্ত সমাজ গড়ি”
এই স্লোগান সামনে নিয়ে সিলসিলায়ে আশরাফীয়া বাংলাদেশ, কাশিপুর ইউনিট, ফতুল্লা, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করা হয়।
কাশিপুর দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদের সম্মানীত ঈমাম ও খতিব জনাব আলহাজ্ব হযরত আল্লামা মাওলানা মুফতি ক্বারী মুহাম্মদ ওবায়দুল্লাহ আশরাফী (মাদ্দাজিল্লুহুল আলী) হুজুরের নেতৃত্বে আজকের ৩য় রাউন্ড পরিস্কার – পরিছন্নতা অভিযান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ মাহবুব আশরাফী – সভাপতি, মুহাম্মদ গোলাম নবী হোসেন আশরাফী – সহ-সভাপতি,মুহাম্মদ সাজিদ আশরাফী – অর্থ সম্পাদক, মুহাম্মদ নিদ্দাল আশরাফী – দপ্তর সম্পাদক, মুহাম্মদ সাজ্জাদ হোসেন সৈকত – সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ রাতুল আশরাফী – প্রচার সম্পাদক, হাফেজ মুহাম্মদ দাইয়ুম আশরাফী – কার্যকারী সদস্য, মুহাম্মদ প্রতীক আশরাফী – কার্যকরি সদস্য,মুহাম্মদ আনিছ আশরাফী – কার্যকরি সদস্য, মুহাম্মদ মেহেদী আশরাফী (বিশিষ্ট ব্যবসায়ী) – সিনিয়র সহ সভাপতি ও দাতা সদস্য, মুহাম্মদ বশির উদ্দিন বাদল (বিশিষ্টি ব্যাংকার) ও দাতা সদস্য, মুহাম্মদ ইকবাল হোসেন (বিশিষ্ট সমাজ সেবক) ও দাতা সদস্য প্রমুখ।
ধর্মীয় সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড মাসিক পরিকল্পনা ভিত্তিক বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন, এবং স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও এলাকার মুরব্বিদের সমন্বয়ে সংগঠনটি নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে।
“আঞ্জুমানে আশরাফীয়া বাংলাদেশ, কাশিপুর ইউনিট, ফতুল্লা, নারায়ণগঞ্জ জেলা” ও “ক্বায়েদে মিল্লাত আশরাফীয়া যুব পরিষদ” এর যৌথ আয়োজনে আজকের ৩য় রাউন্ড এর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply