MUKTI TV HD
খুব গোপন সুএে খবর পেয়ে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র অধিদপ্তর এর উদ্যোগে অদ্য ২০.০৯.২০২১ খ্রি: তারিখে
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকিয়া আফরিন এর নেতৃত্বে,
আজ কুমিল্লা ধর্মপুর ডিগ্রী কলেজ রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবনের অপরাধে আসামী (১) মোঃ বিল্লাল হোসেন (৪০),পিতা- মৃত আব্দুল জলিল,সাং- বাংগুরি,মইদ পাড়া, থানা- দেবীদ্বার,জেলা- কুমিল্লা ও (২) মো- দুলাল(৪০), পিতা- মৃত আব্দুল মালেক,সাং- সাতরা,দক্ষিণ পাড়া, থানা- কোতোয়ালি, জেলা-কুমিল্লা গ্রেপ্তার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা পণ্যাগারের ইন্সপেক্টর জনাব ব্রজলাল চাকমা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে প্রশিকিউসন দাখিল করেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামীকে ০৩ ( তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড
এবং অর্থদণ্ড প্রদান করেন। এএসআই জনাব মহসিনসহ অন্যান্য সদস্য এই অভিযানে অংশগ্রহণ
Leave a Reply