পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে (১২/৯/২১)ইং তারিখ রোজ রবিবার সকাল ১১ঃ৩০ সময় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।
ঘটনাটি ঘটে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ১ কিলোমিটার গভীরে।
ট্রলারে থাকা প্রধান মাঝি জানান যে,গত শুক্রবার মাছ ধরার জন্য ১৫ জন জেলে নিয়ে আলীপুর মৎস বন্দর ছেড়ে সমুদ্রের উদ্দেশ্যে রওয়ানা হই। শনিবার রাতে আবহাওয়া খারাপ থাকায় সমুদ্র উত্তাল হয়।হাঠাৎ সমুদ্রের ঢেউ বেরে গেলে গভীর সমুদ্রে না গিয়ে উপকুলে ফিরে আসতে শুরু করি।কুয়াকাটা সি বিচের কাছাকাছি আসলে বড় একটি ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায় তবে কেউ হারিয়ে যায় নি।সকলেই সুস্থ আছে।
সি বিস ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন জানান হঠাৎ দেখলাম একটা ট্রলার উল্টে গেছে লোকগুলো উল্টে যাওয়া ট্রলারের উপর দাড়িয়ে আছে।সাথেসাথে আমরা তিনটি ওয়াটার বাইক ও পাঁচ জন ট্যুর গাইড পাঠেয়ে জেলেদের উদ্ধার করি।প্রচন্ড ঢেউয়ের মাঝে তাদেরকে উদ্ধার করতে প্রায় ১ ঘন্টা সময় লাগে।
এঘটনা শুনে উৎসুক জনতা এসে ভীর জমায়।
ডুবে যাওয়া ট্রলারটি সমুদ্রের তীরে আনা হয়।
Leave a Reply