পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রীর সাথে ঈদ উপহার বিতরণ করেছে কেআরএস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২৬ এপ্রিল) যশোরের খাজুরায় হতদরিদ্র পরিবারদের মাঝে এই উপহার বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী ও উপহারের মধ্যে রয়েছে, আলু ২ কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, বোতলজাত সয়াবিন তেল ১ কেজি, লাচ্ছা সেমাই ১ পেকেট, নুডলস ১ পেকেট, গুড়া দুধ ২ পেকেট, কিসমিশ ৫০ গ্রাম, বাদাম ৫০ গ্রাম ও ১টি করে সাবান।
এদিন বিকেলে বন্দবিলা, জহুরপুর ও লেবুতলা ইউনিয়নের ৯০ জন হতদরিদ্র পরিবারের দোরগোড়ায় এসব সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি মুস্তাকিম বিন জানান বলেন, ‘আমাদের নিজেদের জমানো টাকা এবং শুভাকাঙ্খীদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করেছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এমন কাজ করা অনেক সহজ হবে।’
ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি এমএম কলেজের প্রভাষক তৌহিদুর রহমান, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, সংগঠনের সহসভাপতি ফাহিম বিন মুস্তাফিজুর, সাধারণ সম্পাদক সাইমন হাসান তুহিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিয়ন হোসেন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।
Leave a Reply