কেশবপুর থানায় রাইটস যশোর ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, রাইটস যশোরের সমন্বয়কারী বাদশা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর থানার উপপরিদর্শক পিন্টু লাল দাস, উপপরিদর্শক আজিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply