কেশবপুরে সবজি ক্ষেতে চাষ করা গাঁজা গাছসহ জালাল উদ্দিন (৩৪) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতকে যশোর জেলা আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে কেশবপুর চিংড়া ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মেহেরপুর গ্রামের মৃত সরফুদ্দিনের ছেলে জালাল উদ্দিনের সবজি ক্ষেতে অভিযান পরিচালনা করেন। এ সময় সবজি ক্ষেতে চাষ করা ৭ ফুট ৩ ইঞ্চি উচ্চতা সম্পন্ন একটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, গাঁজা চাষ করার অভিযোগে জালাল উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply