MUKTI TV HD
কেশবপুর পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত চাউল এবং নগদ অর্থদ্বারা ক্রয়কৃত ত্রাণ সামগ্রী তৃতীয় লিঙ্গের মানুষ, সেলুন শ্রমিক, স-মিল শ্রমিক, লন্ডী দোকানদার এবং দুঃস্থ গরীব ও অসহায় ৫শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে রবিবার দুপুরে পৌরসভা চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে ৫শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, সদস্য ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সাগর, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর কাউন্সিলর আব্দুল হালিম, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর আসমা খলিল, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply