শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় ১৪ সেপ্টেম্বর বাঘবেড় ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণায় কয়েকশো মোটরসাইকেল নিয়ে সোডাউন দেন।হাফিজুর রহমান খোকন বর্তমানে জেলা পরিষদের সম্মানিত সদস্য।
তিনি সাবেক সাধারণ সম্পাদক ১১নং বাঘবেড় ইউনিয়ন আওয়ামীলীগের।
হাফিজুর রহমান খোকন নির্বাচনী প্রচারণায় (মুক্তি টিভি) কে বলেন আমি দীর্ঘ সময় ধরে ১১ নং বাঘবেড় ইউনিয়নের উন্নায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সামাজিক নানা সেবামূলক কাজে আমার ভূমিকা অপরিসীম । আমি একটি মাদক মুক্ত ইউনিয়ন করার লক্ষ্যে যবু সমাজের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার জন্য ক্লাব তৈরি করেছি। বিভিন্ন সময় খেলার জন্য আমি সহযোগিতা করে আসছি। খেলার উপহার জার্সি সহ সকল সহযোগিতা আমি করেছি।শুধু তাই নয় মসজিদ মাদ্রাসায় আমি উন্নয়নের জন্য সকল সহযোগিতা করেছি।
তিনি বলেন আমায় যদি দল যোগ্য মনে করে নৌকা দিবে। আর যদি না দেয় জনগণ যদি সাপোর্ট দেয় যোগ্য মনে করে তাহলে আমি স্বতন্ত্র থেকেও নির্বাচন করতে রাজি আছি
সেই সাথে উপস্থিত জনগণ কে ধন্যবাদ দেন।
Leave a Reply