পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল গ্রামে মসজিদের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কামাল হাওলাদার গং দের উপর চাঁন মিয়া সরদার গংদের সন্ত্রাসী হামলা চালানোর ঘটনা ঘটেছে।
মামলা সুত্রে জানা যায় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় চরকাজল গ্রামের শানু হাওলাদারের ছেলে বাদী কামাল হাওলাদার ও তার ভাই ৩১ শে আগষ্ট রোজ মঙ্গলবার রাত আনুমানিক ৭.৩০ মিনিটের সময় চরকাজল বাজারে যায়। মসজিদের জায়গা জমির বিরোধের জেরে ৪নং ওয়ার্ড ছোট চরকাজল গ্রামের অধিবাসী চাঁন মিয়া সরদার ( আসামী)ও তার দলবল নিয়ে খবর পেয়ে চরকাজল রবিবারের বাজারের মহিউদ্দিন এর মনোহরী দোকানের সামনে এসে আসামীরা বাদীপক্ষের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তাদের কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় এবং হুমকি ধমকি দিয়ে চলে যায় বলে বাদীর পক্ষ থেকে জানা যায়।এতে করে কামাল হাওলাদার, বেল্লাল হাওলাদার, মাহাবুব হাওলাদার সহ অনেকেই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান। বাদী কামাল হাওলাদার মোটামোটি সুস্থ হয়ে পটুয়াখালী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিসট্রেট আদালতে গত ৬/৯/২১ ইং তারিখ একটি মানলা দায়ের করনে।যার মামলা নং১৭২/২১। উক্ত মামলার আসামীগন হলো মোঃ চাঁন মিয়া সরদার, মোঃ কালাম সরদার, মোঃমাসুম সরদার, মোঃ ইমরান সরদার, মোঃ শাওন সরদার,মোঃ আলমাছ সরদার,ও সুজন ফকির সহ আরো কয়েক জন। পুলিশ সূত্রে জানা যায়,মামলাটি তদন্তধীন রয়েছে।তবে অতিতাড়াতাড়ি চার্জসিট দেয়া হবে।
বাদী পক্ষ থেকে সুবিচার দাবি করা হয়েছে।
Leave a Reply