পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় কর্মরত বাজার পরিদর্শকের হাতে পৌর কাউন্সিলর লাঞ্চিত হওয়ার ঘটনায় বাজার পরিদর্শক নিহার রঞ্জন শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। (১৩/৯/২০২১) ইং তারিখ রোজ সোমবার বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল উপস্থিত হলে হঠাৎ কিছু বুঝে ওঠার পূর্বেই তার উপরে হামলার ঘটনা ঘটে। এ সময় ঐ কর্মচারী চড়াও হয়ে কাউন্সিলরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এতে করে তার গায়ে থাকা গেঞ্জি ছিড়ে যায়।এমতাবস্থায় সেখানে উপস্থিত লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং ঐ কর্মচারীকে আটক করে।পরে গলাচিপা থানা পুলিশকে অবহিত করে তাদের হাতে তুলে দেন। পৌর মেয়র আহসানুল হক তুহিনের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তাসহ কাউন্সিলরদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করে। এ ব্যাপারে পৌর সভার কর্মচারী এ্যাসোসিয়েশন এর সভাপতি ও পৌর হিসাব রক্ষক কর্মকর্তা সবুজ পাল বলেন, দীর্ঘদিন ধরে তার অনৈতিক আচার-আচরণে পৌরসভার প্রায় কর্মকর্তা-কর্মচারীরা অসন্তুষ্ট। তাই উক্ত বিষয়টি অনেক পূর্বেই আমি নিজে মেয়র মহোদয়কে মৌখিক ভাবে অবহিত করেছি। এ অনাকাঙ্খিত ঘটনার জন্য এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।সভা শেষে বের হয়ে সভায় সিদ্ধান্ত সমূহ পৌর মেয়র আহসানুল হক তুহিন উপস্থিত সাংবাদিকদের বলেন, কাউন্সিলরকে লাঞ্চিত করার ঘটনায় পৌরসভার বাজার পরিদর্শক নিহার রঞ্জন শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কেউই আইনের উর্ধ্বে নয়।
Leave a Reply