Mukti TV HD
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় বাড়ির উঠানে গাঁজা গাছ চাষের অভিযোগে মো. আকাশ মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে র্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতার আকাশ কোনাবাড়ী থানার দেওয়ালিয়া বাড়ি এলাকার সালাম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আকাশ তার বাড়ির উঠানে সবজি চাষের সঙ্গে গাঁজা চাষ করে আসছে এমন খবর পেয়ে রাতে র্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে আকাশকে আটক ও তার বাড়ির উঠানে চাষ করা ৪৫টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গ্রেফতার আকাশের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply