পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার এনায়েত মিয়াকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
৬/১০/২১ ইং তারিখ রোজ বুধবার বেলা ১১ঃ২০ মিনিটের সময় এ এসআই মিজান ও আনোয়ার পারভেজ বাউফল পৌর শহরের ইন্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পিছনে একটি চায়ের দোকান থেকে এনায়েক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, ঢাকা মেট্রো ম্যাজিস্ট্রেট আদালতে তার নামে একটি সিআর মামলা আছে।তিনি সেখানে ওয়ারেন্টভুক্ত আসামি। যাহার মামলা নং ১৮৩২/১৯ ইং। উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
সাবেক মেম্বার এনায়েত মিয়া বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আঃমোতালেবের পুত্র।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আল মামুন এর মাধ্যমে জানা যায়, এনায়েত মেম্বার ঢাকা মেট্রো ম্যাজিস্ট্রেট আদালতের ওয়ারেন্ট ভুক্ত একজন পলাতক আসামি, সুতারং আদালতের নির্দেশনা মোতাবেক আমরা তাকে গ্রেফতার করেছি। তিনি আরো বলেন, এনায়েত মেম্বারকে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply