চট্রগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহি ফুটবল টূর্ণামেন্ট ABETS গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২১-২০২২ সুন্দরভাবে আয়োজন ও পরিচালনা করার জন্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
এম.ইদ্রিস চৌধুরী অপু কে আহ্বায়ক,হাশেম বাহাদুর কে সদস্য সচিব করে ABETS গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় ABETS কার্যনিবাহি পরিষদ।
রবিবার বিকেলে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ও ক্রীড়া সম্পাদকের স্বাক্ষরিত বিবৃতিতে ফুটবল টুর্নামেন্টটি সুন্দর ভাবে সফল করার দিকনির্দেশনা ও সম্মিলিতভাবে কাজ করার আহবান করা হয়।
আহবায়ক কমিটিতে এম.ইদ্রিচ চৌধুরী অপু আহবায়ক, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নিলয়,যুগ্ম আহবায়ক মামুন উদ্দীন জীবন,সদস্য সচিব হাশেম বাহাদুর,যুগ্ম সচিব আজিজুল হক,যুগ্ম সচিব নুর কাদের, সদস্য এমরান হোসেন জীবন,
সদস্য রায়হান চৌধুরী বোরহান,
সদস্য মো আরমান হোসেন,
সদস্য ইমাম উদ্দিন জিসান।
Leave a Reply