হিন্দু সম্প্রদায়ের এক অসহায় ১৩ বছরের কিশোরীকে জোর পূর্বক ভাবে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করেছে এই লম্পট ফয়সাল (২২)।
খুব গোপনে পুলিশকে খবর দিলে বন্দর ফাঁড়ী পুলিশ ফয়সাল কে আটক করে থানায় নিয়ে আসে,
গত ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে বন্দর থানার লেজারার্স এলাকা থেকে ওই ফহসলাকে আটক করা হয়।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় বন্দর লেজারার্স ৩নং গল্লী এলাকায় ফয়সালের ভাড়াকৃত ঘরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
আটককৃত ফয়সাল সুদূর চাঁদপুর জেলার মতলব থানার মধ্য দিঘলদী এলাকার কাশেম গাজী মিয়ার ছেলে,
বর্তমানে ফয়সাল বন্দর লেজারার্স ৩নং গল্লী এলাকার সুজন মিয়ার বাড়ি ভাড়াটিয়া বলে জানা গেছে। এ ব্যাপারে ভূক্তভোগী ধর্ষিতা কিশোরী চাচা কমল চন্দ্র দাস বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে আটককৃত ফয়সালকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা শেষে রোববার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর ধর্ষিতা কিশোরী কাজের জন্য সুদূর বগুড়া জেলার সোনাতলা থানার পাকল্যা এলাকা থেকে বন্দরের লেজারার্সস্থ তার চাচার বাড়িতে আসে। গত ১৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে ফয়সাল কিশোরীকে একা পেয়ে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে একাধিকবার ধর্ষন করে। পরে ধর্ষিতা ছাড়া পেয়ে বিষয়টি তার আত্মীয় স্বজনকে জানালে এ ঘটনায় ধর্ষিতার চাচা বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিয্গো দায়েরের পর সাথে সাথে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক শহিদুলসহ তার সঙ্গাীয় র্ফোস নিয়ে ঘটনার ওই দিন বিকেলে বন্দর লেজারার্স ৩নং গল্লী এলাকায় অভিযান চালিয়ে এই ফয়সালকে আটক করতে সক্ষম হয়।
পরে পুলিশ আটককৃত ধর্ষক ফয়সালকে উক্ত মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply