সর্বদলীয় সম্পৃতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার উদ্যোগে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় পৌর পয়েন্টে এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ করেন সর্বদলীয় সম্পৃতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সর্বদলীয় সম্পৃতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার পিস এম্বাসেডর ও উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সর্বদলীয় সম্পৃতি উদ্যোগের পিস এম্বাসেডর ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী ফারজানা আক্তার, সর্বদলীয় সম্পৃতি উদ্যোগের সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, সর্বদলীয় সম্পৃতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার পিস এম্বাসেডর ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া। এবং আওয়ামীলীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলর শফিকুল হক শফিক প্রমূখ।
এ সময় বক্তারা বলেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় সরকার জনস্বার্থে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে।
আমরা সচেতন না হলে এ রোগ প্রতিরোধ সম্ভব নয়। বক্তারা স্বাস্থবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন করোনা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
Leave a Reply