জলবায়ু পরিবর্তনের ফলে নগরে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোকে মোকাবেলা করে কিভাবে টেকসই নগর উন্নয়ন করা যায় তা নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে নেদারল্যান্ডস।
এ প্রসঙ্গে কথা বলতে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বলেন নেদারল্যান্ডস বাংলাদেশের পাশে সব সময় থাকবে।
এছাড়া, ডেল্টা প্ল্যান নিয়ে ভবিষ্যৎ করণীয়, খাদ্য পণ্যের প্রবাহ মূল্যায়নের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ এবং টেকসই খাদ্য পণ্যের প্রাপ্তি নিশ্চিত, ক্ষুদ্রাকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, খুলনা সিটি কর্পোরেশনে সুয়ারেজ সিস্টেম এবং শহরে জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করতেও দেশটি তাদের আগ্রহের কথা জানায়।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এসব বিষয়ে কাজ করতে দেশটির আগ্রহের কথা জানায়।
এ ছাড়াও বাস্তুহারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার নজির স্থাপন করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত এ সমস্যা সমাধানে নেদারল্যান্ডস বাংলাদেশের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply