1. darilymukitdak@gmail.com : Mukti TV HD : Mukti TV HD
  2. info@muktitv24.com : muktitv :
  3. banglahost.net@gmail.com : rahad :
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন

জেলা প্রশাসক, ফরিদপুরের ব্যাতিক্রম উদ্যোগে অভুক্তদের জন্য খাবার খাবার স্পট | মুক্তি টিভি

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৭৮ Time View

সোহেল মাহমুদ || কোভিড ১৯ এর প্রাদুর্ভাবে দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অসচ্ছল জনগণের জন্য খাদ্য সহায়তা স্বরূপ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফুডস্পট করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ভাঙ্গা রাস্তায় অবস্থিত সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ থেকে ফুডস্পট টি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।
ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লক ডাউন চলাকালীন সমস্ত খাবার হোটেল বন্ধ রয়েছে। এ অবস্থায় যারা ফরিদপুরে জরুরী কাজে এসেছেন তাদের কোনও খাবারের সংস্থান ছিলও না। এরকম অসহায় অবস্থায় পরে যাওয়া দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অসচ্ছল জনগণের জন্য এ ফুডস্পট করা হয়েছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামিয়ানা টাঙিয়ে, টেবিল চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। এসময় খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাস ব্যবহার করা হয়। জেলার ও জেলার বাইরে থেকে নানা জরুরী কারণে যেসব ব্যক্তি এসেছেন তাদের অনেকেই চলার পথে এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিনে খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার সরবরাহ করা হয়েছে।
করোনাকালীন জেলায় ত্রাণ সহায়তাসহ অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার প্রদান করা হবে। প্রাথমিক ভাবে ১ টি স্পটে এ খাবার প্রদান শুরু হলো। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা ও প্রদানের সংখ্যাও বাড়ানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category