MUKTI TV HD
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামের নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের বাড়ির মোঃ আঃ আজিজ তালুকদার বয়স ৯৮ বছর গত ১ সেপ্টেম্বর ‘২১ থেকে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে এর সন্ধান চেয়েছেন। তিনি গত ১ সেপ্টেম্বর’২১ তারিখ রোজ বুধবার তার নিজ বাড়ি থেকে দুপুর ২টায় বের হন। এ সময় তার পড়নে ছিলো লুঙ্গী এবং পাঞ্জাবী। এর পর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেন নাই। তাকে অনেক খোঁজা-খুজি করে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নাই। এ বিষয়ে নলছিটি থানায় তার মেঝ ছেলে পিতার সন্ধান চেয়ে গত ৪ সেপ্টেম্বর নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন; যার নং ১৪১ তাং ৪/৯/২১ ইং।তার যদি কোন ব্যক্তি সন্ধান পান তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সন্ধান প্রার্থী
মোঃ মুজাম্মেল তালুকদার (ছেলে) ০১৭২৯৪৭৬৬২৩ অথবা নলছিটি থানায় অবহিত করার জন্য অনুরোধ করেছেন।
Leave a Reply