শেরপুরের ঝিনাইগাতীতে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে দিয়ে হারুন অর রশিদ (৪০) নামেএক কৃষককে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। হারুন অর রশিদ উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া মালিঝির পাড় গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে। গটনাটি ঘটে ১১ সেপ্টেম্বর শনিবার রাতে।
পুলিশ ও স্থানীয়রা জানান,রাত প্রায় ১২টার সময় সিএনজি যোগে ৪/৫জন দুর্বৃত্ত হারুন অর রশিদের বাড়িতে প্রবেশ করে ডিবি পুলিশের পরিচয় দিয়ে জোরপূর্বক কৃষক হারুন অর রশিদকে বাড়ী থেকে তুলে নিয়ে যায়। শারীরিক নির্যাতনের পর দুবৃত্তরা তাকে নালিতাবাড়ী উপজেলার নন্নী আমবাগান গুচ্ছগ্রামের কাছে হাত পা বেঁধে মুখে স্কচ টেপ মেরে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত হারুনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান , ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কৃষক হারুন সুস্থ্য হলে তার দেয়া তথ্যানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply