Mukti TV HD|| ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ২২ রশি নামক স্থানে কিছু আজব প্রানীর উদ্ভব ঘটেছে, তারা মুলত টিকটকার হিসেবেই নিজেদের পরিচয় দেন, তাদের একটি টিকটকার গ্রুপ আছে, আর সেই টিকটকার গ্রুপের তান্ডবে অতিষ্ঠ সদরপুর বাসি, সদরপুর ২২ রশি বাবুবাড়ি নামক খ্যাত পুরাতন পরিত্যক্ত জমিদার বাড়িটিও ঐ গ্রুপের সদস্যদের দখলে, সেখানে ঐ গ্রুপ সকল রকমের অপকর্মের সাথে যুক্ত, ওখানে মাদক থেকে শুরু করে ছেলে মেয়েদের অনৈতিক কর্মকান্ডে প্রমাণ পাওয়া গিছে, তাছাড়া ঐ গ্রুপের সদস্যরা ওখানে আসা দর্শনার্থীদের উত্তক্ত করে এবং তাদের সাথে থাকা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ইদানীং শোনা যাচ্ছে, এই চক্রের সদস্যরা স্কুল কলেজের সুন্দরী মেয়েদের মডেল বানানোর নাম করেও তদের গ্রুপে যুক্ত করছে, আর যে একবার যুক্ত হয় সে তাদের চক্রে ফেঁসে যায়, তারা মেয়েদের দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করান, প্রথমে মাদক সেবন পরে আরো অনেক অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়।
উল্লেখ্য, ঐ গ্রুপের প্রধান সাগর মুন্সি, সে সদরপুর ২২ রশির ছেলে, মূলত ও এসব কাজের মূল, আর এর প্রমাণ সেখানে গিয়েই পাওয়া যায়, তার অঙ্কুস নামের লাইকি আইডির মধ্যে বিভিন্ন অশ্লীল কন্টেন্ট দেয়া আছে। সাগর এখন ঢাকাতেই অবস্থান করছে, যতদূর জানা যায় হৃদয় বাবুর সাথেও তার যোগাযোগ আছে। এদিকে এসব অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে দ্রুত প্রতিকার দাবী করেছেন এলাকাবাসী।
Leave a Reply