– ঠাকুরগাঁওয়ে জমি নিযে বিরোধের জেরে ২৫ বিঘা জমির আমন ধানের রোপাতে জঙ্গল মারা কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধ্।
গত ১১ সেপ্টেম্বর রাতে জেলার হরিপুর উপজেলার গেদুরা মলানী মৌজার আবাদী জমিতে এ ঘটনা ঘটিয়েছে দুরবৃত্তরা।
এ ঘটনায় আলীম উদ্দীন নামের একজন ১২ জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে আলীম উদ্দীন উল্লেখ করেন, তিনি রেকর্ডিও সম্পত্তির পৈত্রিক সূত্রে পাওয়া ওই জমিগুলোতে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে এজাহারের উল্লেখিত অভিযুক্তরা সেই জমিতে লাগানো আমন ধানের রোপাতে রাতের আঁধারে জঙ্গলমারা বিষ প্রয়োগ করে পুড়িযে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি সাধন করে এবং তাকে নানা রকম ভাবে হত্যার হুমকি প্রদান করে ও ভয়ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, যে জমির ধানের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে আমাদের নামে মামলা করা হয়েছে তা একটি মিথ্যা মামলা। প্রকৃতপক্ষে ওই বিবাদীয় জমিটা আমাদের আর ওই ধান ক্ষেতটাও আমাদের। তারা আমাদের ফসল বিষ প্রয়োগ করে নষ্ট করেছে। আমরা কোর্টে এর বিচার চেয়েছি।
অভিযুক্তদের এমন সাংঘর্ষিক মন্তব্যে আলিম উদ্দীনের কাছে আবার জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় প্রশাসন জানেন যে ধানক্ষেতটা আমরা রোপন করেছি। প্রতিপক্ষ আমাদের কে মামলায় ফাসাতে উল্টো কথা বলছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নিশ্চয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিটা বেরিয়ে আসবে।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় হরিপুর থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। মামলার তদন্ত চলমান রেয়েছে। তদন্ত শেষ হলে সত্যিটা জানা যাবে।
Leave a Reply