‘‘সাইকেল চালিয়ে সুস্থ থাকি, দূষণমুক্ত দেশ গড়ি’’ এমন স্লোগান নিয়ে কুয়াকাটা ভ্রমণে এসেছেন ভবঘুরে নামের একটি সাইকেলিস্ট দল। ৩৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে শুক্রবার (১০/৯/২০২১ইং) দুপুরে কুয়াকাটায় এসে পৌঁছেছেন ওই গ্রুপের ৪০ সদস্য। ভবঘুরে সাইকেলিস্ট দল সামাজিক সচেতসতামূলক কার্যত্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চযোগে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর পটুয়াখালী নেমে ৭০ কিঃমিঃ পথ বাইসাইকেল চালিয়ে শুক্রবার দুপুরে তারা কুয়াকাটা এসে পৌঁছায়। ভবঘুরে সাইকেলিস্ট’র টিম লিডার ফেরদৌস রাজিব বলেন, যানবাহন চলাচলের কারণে পরিবেশ ও প্রতিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। যানবাহন চলাচলের পরিবর্তে সাইকেলের ব্যবহার বৃদ্ধি পেলে দূষণমুক্ত হবে দেশ। শুক্রবার ও শনিবার দুইদিন এ বিষয়ে কুয়াকাটায় সচেতনতা সৃষ্টি করবে বলে তারা জানিয়েছেন।
Leave a Reply