গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাইপাস সাহেব বাজার থেকে শুরু করে বাজার রোড হয়ে চাপাইর স্টিল ব্রীজ পযন্ত অনবরত যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনের।এ দুর্ভোগের কারণ অবৈধ ভাবে অটো, সিএনজি পার্কিং করে রাস্তার দুপাশে এছারা বাজারে কিছু কাঁচামালের ব্যাবসায়ী সহ ফলের দোকান রাস্তার দুপাশে ফুটপাত দখল করে নিয়ে জমজমাট ব্যাবসার কারনে এই জানজটের সৃষ্টি। জরুরি কাজে কোন কোন সময়ে ৪ মিনিটের রাস্তা দেরি হয় ৩০ মিনিট কখনো কখনো দেখাযায় এম্বুলেন্স গুলো রুগী নিয়ে যাওয়া আসা তে পোহাতে হচ্ছে এই দুর্ভোগ তাই উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছি দ্রুত ব্যাবস্থাজোরদার করার জন্য।
Leave a Reply