স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সারাদেশে দু’লক্ষাধিক বৃক্ষচারা রোপণের কর্মসূচি ঘোষণা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।
২৮.০৬.২০২১ সোমবার সকালে নগরীর পশ্চিম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দানে এ কর্মসূচির উদ্ভোধন করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অঙ্গসংগঠন হিসেবে গাউসিয়া কমিটি বাংলাদেশ চলমান মহামারী করোনাকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্ব সাধারণের মৃতদেহ গোসল-কাফন- দাফন-সৎকার, ফ্রি অক্সিজেন সরবরাহ , রোগী ও লাশ পরিবহনে ফ্রি এ্যম্বুল্যান্স সার্ভিসসহ সারাদেশে পরিচালিত মানবিক সেবা কার্যক্রম সত্যিকারার্থে উদারনৈতিক সুফিবাদী ইসলামের বার্তাই বহন করে। তিনি দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্যে গাউসিয়া কমিটির সফলতা কামনা করেন। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়
গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, করোনা রোগীসেবা ও কাফন-দাফন কর্মসূচি প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। কর্মসূচির সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উওর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জমির উদ্দীন মাষ্টার, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, মদীনা শরীফ শাখার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা করিম উদ্দিন নূরী, কেন্দ্রীয় করোনা সেল সদস্য আলহাজ্ব মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান প্রমুখ। সভাপতির বক্তব্যে গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার গাউসিয়া কমিটির সর্বস্তরের শাখা কমিটিকে সরকারি-বেসরকারী প্রশাসনের সহযোগিতায় প্রিয় রাসুল (দ.)’র সুন্নাত অনুযায়ী বৃক্ষ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষার প্রত্যক্ষ ভূমিকায় মানবতার খেদমতে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চট্টগ্রাম মহানগর-উত্তর-দক্ষিণ জেলার মাঝে চারা বিতরণ ও জামেয়া ময়দানে ওষুধী, ফলজ, কাষ্টল জাতীয় তিনটি চারা রোপণ করেন প্রধান অতিথি ও অতিথিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ-জাতির কল্যাণে দোয়া মুনাজাত করেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আল কাদেরী।
Leave a Reply