নিজস্ব প্রতিনিধি: দোহার প্রেসক্লাবের উপদেষ্টা হলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সোমবার দুপুরে দোহার প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবটি গৃহীত হয়।
দোহার প্রেসক্লাব আহ্বায়ক মো. তারেক রাজীব জানান, প্রবীণ সাংবাদিক মো. আলমগীর হোসেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান, বেক্সিমকো মিডিয়া লিমিটেডের একজন পরিচালক। পাশাপাশি ‘আনন্দভুবন’ পত্রিকার প্রধান সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট। তিনি ১৯৬২ সালের ৬ই মার্চ দোহার থানার সুতারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব বিভাগে অনার্সসহ বিএসসি এবং ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
সভায় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের আহ্বায়ক মো. তারেক রাজীব, সাবেক সভাপতি মো. কামরুল হাসান, সিনিয়র সাংবাদিক সাইফ উদ্দিন ফনু (প্রতিষ্ঠাতা সভাপতি), সাবেক সহ-সভাপতি অলি আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, মোহাম্মদ শাহজাহান (সংবাদ), মো. আতাউর রহমান সানী (নববাংলা সম্পাদক), আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া (এশিয়ান টিভি), হাবিবুর রহমান (মুক্ত খবর), মো. সুজন হোসেন (আলোকিত সময়), মো. কামাল হোসেন (জাগ্রত জনতা), মো. আসাদ মাহমুদ (খবরের আলো), মো. জুবায়ের আহমেদ (বাংলাদেশের খবর)।
Leave a Reply