একটি সুদ্বীর্ঘ সময় পরে আজ হতে শুরু হতে যাচ্ছে যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারনে বিগত ২০২০ সালের ১৮-ই মার্চ থেকে ৪ঠা এপ্রিল ২০২০ ইং তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় ক্লাস সহ পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। সেই ঘোষণায় অন্যান্য সকল স্বায়ত্ত শাসিত, সরকারী ও বেসরকারি সকল ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে কলকারখানা, অফিস আদালত ও গার্মেন্টস শিল্প সহ সকল শিল্প-প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বন্ধ ঘোষনা করা হয়।
এই ঘোষনা মেয়াদ পুর্ন হওয়ার পূর্বেই গার্মেন্টস শিল্প গুলোকে খুলে দেয়া হয়। তারপরে ধাপে লকডাউন, কঠোর লকডাউন এবং শাটডাউনও ঘোষনা হয়।
এর মাঝেও নানান পদ্ধতিতে বা নানান কায়দায় অন্যান্য প্রতিষ্ঠান গুলো খুলে দেয়া হলেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান গুলো ছিলো সময় ধরে বন্ধ।
যেখানে সরকার বলছে, কোভিড-১৯ এ শিক্ষার্থীদের ক্লাস করাতে শারীরিক ঝুকি আছে তাই শিক্ষা প্রতিষ্ঠান এতদিন খুলে দেয়া হয়নি। যদিও বিরোধী সবসময় তাদের ঠিক উল্টো কথা বলছে। বিরোধী দলের মতে, সরকার কোভিড-১৯ নিযন্ত্রনে সম্পুর্ন ব্যর্থ আর সেই ব্যর্থতা ঢাকার জন্যই এই সম বাহানা দেখাচ্ছে।
অনেচরতুম ক দিন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। সেজন্য সকলশিক্ষার্থীদের মাঝে তাদের ভেতরের উত্তেজনাও অনেক বেশি
Leave a Reply