– নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির সাত চল্লিশ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নয়ন ইসলাম (28) নামের এক চাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা ও শলিয়া-তারা নগর খেয়াঘাট নামক স্থানে পরিত্যাক্ত অবস্থায় আত্রাই থানা পুলিশ চাল গুলো উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মদনডাঙ্গা গ্রামের আব্দুল জব্বার ওরফে জফের আলীর পুত্র নয়ন ইসলাম (28) এবং বাউল্যা পাড়া গ্রামের মৃত আলমের পুত্র আব্দুস সোবহান প্রামানিক(40) গত মঙ্গলবার ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণকৃত চাল সুবিধাভোগীদের নিকট থেকে স্বল্প মূল্যে ক্রয় করেন।এসব চাল খোলা বাজারেক্রয়-বিক্রয় নিষিদ্ধ হলেও তারা উচ্চ মূল্যের আশায় এ চাল গুলো ক্রয় করে গুদামজাত করেন।গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের নির্দেশে উপজেলার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত অফিসার রিয়াজুল হক আত্রাই থানা পুলিশসহ অভিযান চালিয়ে মদনডাঙ্গা গ্রামের নয়নের বাড়ি হতে ত্রিশ কেজি করে তেত্রিশ বস্তা চাল এবং বারোটি খালি বস্তা উদ্ধার করেন। এসময় পুলিশ নয়ককে ঘটনার স্থল থেতে গ্রেফতার করে। অপর দিকে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ শলিয়া-তারা নগর খেয়াঘাট থেকে অভিযান চালিয়ে চৌদ্দ বস্তা চাল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন। এসময় পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান,গ্রাম পুলিশকে টের পেয়ে ঘটনার স্থল থেকে বাউল্যাপাড়া গ্রামের পিতামৃত আলম প্রামানিক এর পুত্র চাল ব্যবসায়ী মোঃআব্দুস সোবহান সুকৌশলে সটকে পড়ে।পরে আত্রাই থানা পুলিশ ঘটনার স্থল থেকে পরিত্যাক্ত অবস্থায়(বস্তার মুখ বাঁধা) চৌদ্দ বস্তা চাল উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসেন। এঘটনায় ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার রিয়াজুল হক বাদি হয়ে আত্রাই থানায় পৃথক পৃথক দু’টি মামলা করেছেন।।বর্তমানে জব্দকৃত চাল আত্রাই থানা হেফাজতে রয়েছে। বুধবার সকালে গ্রেফতার কৃত নয়ন ইসলামকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।#
Leave a Reply