MUKTI TV HD
কালিয়া নড়াগাতি থানা এলাকায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দ মুখোরভাবে পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার বর্ণিল সাজসজ্জার শেষ মুহূর্তের আয়োজন চলছে। পূজার আয়োজনকারী কমিটি সমূহ ও পারিবারিক উদ্যোক্তারা এখন সর্বশেষ সুন্দর আয়োজনের জন্য বিরামহীনভাবে কাজ করে চলেছেন। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ২১/০৯/২০২১ তারিখ মঙ্গলবার ( ২১ আগষ্ট) সকাল ১০.০০ ঘটিকায় নড়াগাতী দেবদুন গ্রামস্থ শ্রী শ্রী পাগল ঠাকুরের আশ্রম সার্বজনীন পূজা মন্দিরে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন এর সভাপতিত্বে নড়াগাতি থানার বিভিন্ন পূজা মন্ডপের আয়োজনকারী কমিটির সভাপতি এবং সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম।
মতবিনিময় সভায় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন তার বক্তব্যে বলেন,”ধর্ম যার যার উৎসব সবার”। এই উৎসব সফল করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। নড়াগাতীর সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব বর্ণিল আনন্দ মুখরতায় পালন করার জন্য তিনি তার বক্তব্যে এ আহ্বান জানান।
প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বলেন, নড়াগাতিতে অতীতের মতোই শারদীয় দুর্গোৎসব পালিত হবে, কোনো অপশক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারবে না। এছাড়া তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়াইল জেলা তথা নড়াগাতি থানা পুলিশ সদস্যদেরকে সব সময় সতর্ক থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ সময় তিনি নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি বরাবরের মতো পুলিশকে সহযোগিতা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সমাজের সকলকে আহ্বান জানান।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নড়াগাতি থানার শারদীয় দুর্গোৎসব
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য ব্যাপক কর্মপরিকল্পনা নেয়া হয়। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নড়াগাতি থানা এলাকায় ৬০ (ষাটটি) মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন হতে যাচ্ছে।
Leave a Reply