দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় “নর্থ সাউথ ইউনিভার্সিটি” (NSU) এর ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (ECE) এর পোস্ট-গ্রাজুয়েট এল্যামনাইদের সংগঠন NSU MSECE Alumni Association এর ২০২১-২৩ বছরের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সকল এল্যামনাইদের ভোটে উক্ত কমিটি নির্বাচিত হয়েছে।
কমিটির ২০২১-২৩ সালের জন্য “সভাপতি” হিসাবে নির্বাচিত হয়েছেন, উক্ত এসোসিয়েশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি. মোঃ আব্দুল কাইয়ুম এবং “সাধারণ সম্পাদক” হিসাবে নির্বাচিত হয়েছেন” ইঞ্জি. মোহাম্মদ কামাল হোসেন ফরাজী।
কমিটির নির্বাচিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি-১ঃ ইঞ্জি. এবিএম মমশেদ মাশরুকি, সহ-সভাপতি-২ঃ ইঞ্জি. মোহাম্মদ ইমরানুল ইসলাম, সহ-সভাপতি-৩ঃ ইঞ্জি. মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি-৪ঃ ইঞ্জি. মোঃ শাফায়েত হোসাইন, সহ-সভাপতি-৫ঃ ইঞ্জি. মোঃ মশিউর রহমান, সহ-সাধারন সম্পাদকঃ এস.এম. মকবুল হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক-১ঃ এ.এস.এম ইফতেখার রহমান, যুগ্ম সম্পাদক-২ঃ মো শাহরিয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদিকা-১ঃ শাহিদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক-২ঃ এ.টি.এম তারেক, ট্রেজারারঃ ইঞ্জি. মোঃ রায়হান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ইঞ্জি. মোঃ মহশিন রেজা, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদকঃ মোঃ গোলাম রব্বানী, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদিকাঃ মাফিহা রহমান বাধন, শিক্ষা বিষয়ক সম্পাদিকাঃ তৃণা সাহা,
ইন্টার্নিশিপ ও চাকরি বিষয়ক সম্পাদকঃ শামস-উল-ইসলাম, ব্যবসা যোগাযোগ বিষয়ক সম্পাদিকাঃ উম্মে সুমাইয়া খান, ক্রিড়া ও বিনোদন বিষয়ক সম্পাদিকাঃ শামীমা তারান্নুম এবং মহিলা বিষয়ক সম্পাদিকাঃ নাহিদা আক্তার শিমু।
উল্লেখ্য, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। সে সময় থেকেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে সুনামের সাথে অবদান রেখে যাচ্ছে।
Leave a Reply