ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, সেচ পাম্প ও সোলার লাইট ট্রাপ বিতরণ করা হয়েছে।(১৪/৯/২০২১) ইং রোজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ইসরাত জাহান মিলি। কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলী আহম্মেদ’র সঞ্চালনায় অনুষ্ঠান শেষে উপজেলার ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল পাটবীজ,সার ও ১০টি কৃষক গ্রুপের মাঝে সোলার লাইট ট্রাপ, সেচপাম্প বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ কৃষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার ক্ষেত্রে কৃষকদের ভূমিকা অপরিসীম। সুতরাং কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
Leave a Reply