Mukti TV HD
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিক (২১) নামে এক শ্রমিক খুন হয়েছেন। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট মনোহরদী এলাকায় মাহিন ইন্টারপ্রাইজ নামে একটি সুতা ববিনের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই ছাত্তার বলেন, গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে আশিক তার কর্মস্থল কারখানার পাশে বসে মোবাইল ব্যবহার করছিলো। এ সময় হঠাৎ চলন্ত একটি সিএনজিতে থাকা তিনজন ছিনতাইকারীর মধ্যে একজন গাড়ি থেকে নেমে তার মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আশিক বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সিএনজি থেকে অন্য দুজন নেমে তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পিঠে ধারালো অস্ত্রের চারটি গভীর ক্ষত রয়েছে। আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এদিকে আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা সাথে কথা বললে তিনি জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply