শেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাহমুদল হাসান সুয়াইম (১৪) ও রাউফুন (৯) নামে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার জঙ্গলদী নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে এবং রাউফুন ঢাকার দক্ষিণখানা এলাকার রফিক মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সুয়াইম ও রাউফুন কদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে ওরা বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না।
আরও জানা যায়, একপর্যায়ে তারা দুজনেই নদীর মাঝখানে চলে যায়। দুজনকে খোঁজে না পেয়ে অবশেষে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘণ্টাখানেক নদীতে নেমে খোঁজাখুঁজির পর নদীর মাঝ খান থেকে ওই দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ জানান, ঘটনা জেনেছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply