Mukti T HD
গত ৮ তারিখ রাত সাড়ে১০ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান ফুড ফ্যাক্টরি তে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট কাজ করেছে ১৭ ঘন্টা কাজ করার পর ও ৪থ তলা পযর্ন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে ৫ম এবং৬ষ্ঠ তলার আগুন এখনো নিয়ন্ত্রণ হয়নি। ১তলা থেকে ৪ তলা পযর্ন্ত অন্তত ৫০ জনের মৃতদেয় উদ্ধার করে ফয়ার সার্ভিস। এখন নিখোঁজ অর্ধশতাধিক। ফয়ার সার্ভিসের সদস্যরা স্বজনদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ৪৮ জনের একটি তালিকা করেন, উদ্ধার কৃত মৃতদেহের সঙ্গে তালিকায় অন্তর্ভুক্ত কারো ই মিল পাচ্ছে না ফায়ার সার্ভিস কারন সবার দেহ ও চেহারা আগুনে পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিস জানায় তাদের ডিএনএ টেস্ট করে চুডান্ত সিদ্ধান্ত জানাবে তাদের পরিবারকে।এবং শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পরেছে ভবনটির আশেপাশে থেকে তারা ইট পাটকেল ছুড়ে মারা শুরু করেছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ রাবারবুলেটও টিআরসেল মেরে তাদের ছত্রভঙ্গ করেদেওয়ার চেষ্টা করছে।ফায়ার সার্ভিসের এম্বুলেন্সে করে মৃতদেহ হসপিটালে হস্তান্তর করা হচ্ছে। মৃতদের স্বজনদের কান্নায় আশে পাশের আবহাওয়া থমকে গিয়েছে।তদের একটাই আবেদন অন্তত তাদের স্বজনদের শেষ কার্য টুকু যাতে তারা করতে পারে।তারা কারখানার আশেপাশে স্বজনদের ছবি নিয়ে তাদের শেষ বারের মতো দেখার জন্য দাঁড়িয়ে আছে। স্বজন হাঁড়া মানুষ গুলো পাগলপ্রায়।ঢাকা মেডিকেলের মর্গে হস্তান্তর করা হচ্ছে মৃত দেহগুলি।
Leave a Reply