Mukti TV HD
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় সেজান ম্যাংগো জুস তৈরির ফ্যাক্টরি তে বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড। কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট এর যুব সদস্যগণ।অগ্নিকাণ্ডের ৩০ মিনিট পর দুই নারী কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। এবং ছাদে আটকে রয়েছে অনেকে। প্রায় এক ঘন্টা কঠোর পরিশ্রমের পর ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনের তাপে ভেতরে প্রবেশ করতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।যেকোনো সময় আরও বিস্ফোরিত হতে পারে এই ভয়ে জোরালোভাবে কাজ করতে পারছেনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীরা। কোনমতে ই ভেতরে প্রবেশ করতে পারছে না তারা।বাইরে ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের পরিবারের কান্নার আহাজারি। ছয়তলা ভবনের পশ্চিম পাশে রয়েছে আগুনের আগ্রাসী ভাব।আগুনের আগ্রাসী দেখে ফায়ার সার্ভিস কর্মীরা আশঙ্কা করছে যে পাশে অবস্থিত তিন তলা বিল্ডিং ও ছড়িয়ে যাবে আগুন খুব দ্রুতই।গোডাউনের আশেপাশে রাস্তাগুলো শুরু হওয়ায় ঠিক মতো কাজ করতে পারছে না ফায়ার সার্ভিস। পানি দেওয়ার তেমন কোন সুযোগ না থাকায় বিল্ডিং এর পেছনের অংশে জমে থাকা বৃষ্টির পানি দিয়ে ই আগুন নেভানোর চেষ্টা করছে তারা। ছয়তলা ভবনের চার তলায় জ্বলছে আগুন ভয়াবহ রুপে। কোথা থেকে এই আগুনের সূত্র পাত তা সঠিকভাবে জানা যায় নি এখনো।তবে ধারণা করা যাচ্ছে যে উত্তর পাশে রয়েছিল কাটুন এর ফেক্টরি সেখান থেকে ই হয়তোবা এই ভয়াবহ আগুনের উৎপত্তি। শতশত কর্মীরা কাজ করছিল সেই ফ্যাক্টরিতে আগুন লাগার পর অর্ধেকের বেশী কর্মী বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে জীবন বাঁচাতে চেষ্টা করে তারা এখন নিকটতম হসপিটালে ভর্তী রয়েছে।যারা আহত হয়েছে তাদের সবশেষে খবর এখনো জানাযায়নি।
Leave a Reply