Mukti TV HD
নারায়ণগঞ্জের চানমারীতে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৯ জুলাই ২০২১ইং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এ অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, মাদক ব্যবসায় ও সেবনের অভয়ারণ্য হিসেবে খ্যাত এই চানমারী বস্তি। একেত অবৈধ বস্তি আবার মাদকের মার্কেট। এই পরিস্থিতি দীর্ঘদিন পরিচালিত হওয়ার পর এতদিনে এই সমস্যার সমাধান হতে চলেছে। মাদক কেনা-বেচার কারণে এই বস্তিতে গড়া উঠা সমাজ একটি দূষিত জঘন্য ও মারাত্মক হুমকীর সম্মুখীন হয়ে দিনাতিপাত করেছে। যার ফলে এই এলাকাতে বসবাসরত মানুষগুলি ব্যাপক ক্ষতির মধ্যে দিন কাটিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন, এই বস্তি থেকে চলে যাওয়ার জন্য তাদের কিছুদিন আগে সরকারি আইনী নোটিশ প্রদান করা হয়েছিল। তাই নোটিশ অনুযায়ী আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করি। ফলে দীর্ঘদিনের মাদকের সাম্রাজ্য আমরা ধ্বংস করতে পেরেছি। আপনারা জেনে থাকবেন ইতোমধ্যেই বেশ কয়েকজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। আর যারা পলাতক রয়েছে তারা খুব শীঘ্রই আইনের আওতায় চলে আসবে।
Leave a Reply