মোঃ অাব্দুল হান্নান,ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে সরকারী হাসপাতালের দক্ষিণ দিকে বাউন্ডারী সংলগ্ন নাসিরনগর ফান্দাউক মেইন রাস্তা থেকে হরিদপ দাসের বাড়ি পর্যন্ত রাস্তাটির কাজ স্থানীয় সংসদ সদস্য অালহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপির সরকারী অনুদানে শুরু হয়েছে।
তবে রাস্তার মাথায় অবৈধ দখলধাররা ঘর তুলে রাখার কারনে রাস্তার কাজে অনেকটা বিঘ্নতা সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা অারো জানায় রাস্তাটি নির্মান করা হলে ফুলপুর,কুলিকুন্ডা ও নাসিরনগর সদরের লোকজনের চলাচলের ও ছাত্রছাত্রীদের স্কুল কলেজ হাসপাতালে যাতায়াতের সুবিধা হবে।
দীর্ঘদিন হাটুজল ভেঙ্গে ও কাদা মাঠির উপর দিয়ে উক্ত রাস্তায় চলাচল করতো পথচারীরা।রাস্তাটিতে সরকারী বরাদ্ব দেয়া মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানান স্থানীয়রা।
রাস্তার মাথা থেকে নির্মিত অবৈধ ঘরটি অপসারন করতে প্রশাসনের নিকট জোরদাবীও জানান তারা।
Leave a Reply