ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় চুরের চুরিকাঘাতে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে। আহত যুবকের নাম অনন্ত মল্লিক (১৭), পিতাঃ নরেশ মল্লিক। ওই যুবক বর্তমানে ঢাকা মেডিকেলে মৃতে্যুর সাথে পাঞ্জায় লড়ছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার, দিবাগত রাত অনুমান ৩.৩০ ঘটিকায় সময় উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামে। অনন্তের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘটনার রাতে নরেশ মল্লিকের ছেলে অনন্ত মল্লিক ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ৩.৩০ ঘটিকার সময় পাশের বাড়ি গৌর ভৌমিকের ছেলে তৌশিক ভৌমিক অনন্তের ঘরে প্রবেশ করে অনন্তের ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৩২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় অনন্ত ঘুম থেকে উঠে তৌশিককে জাপটে তরলে তৌশিকের কোমরে থাকা চুরি দিয়ে অনন্তকে উর্পযুপরি গায় মারতে থাকে। অনন্তের শরীরের বিভিন্ন স্থানে পর পর সাতটি খায় মরে মাটিতে ফেলে দিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। বর্তমানে অনন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্থানীয় সূত্রে জানাগেছে তৌশিক এলাকার জন কুখ্যাত চোর। সে পূর্বে ও গ্রামে এমন আরো বেশ কয়েকটি ঘটনায় ধরা পরে। ওই ঘটনা সম্পর্কে জানতে চাইলে অনন্তের বাবা নরেশ মল্লিক জানান অনন্তের অবস্থা আসংখ্যা জনক। আমরা বর্তমানে তাকে নিয়ে চিকিৎসার কাজে ঢাকায় আছি। বাড়িতে আসার পর ওই ঘটনার থানায় মামলা দায়ের করবে বলে জানান অনন্তের বাবা নরেশ মল্লিক।
Leave a Reply