MUKTI TV HD
ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরে নিজের দুই জমির মাঝখান থেকে ড্রেজার দিয়ে মাঠি তোলায় বাধা দেয়া জযচন্দ্র দেবনাথ নামক এক ব্যাক্তিকে পিটিয়ে অাহত করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামে।সরেজমিন এলাকায় গিয়ে ভুক্তভোগী সহ বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে জয চন্দ্র দেব নাথের দুই পাশের জমির মধ্যবর্তী স্থানে প্রতিবেশী বানেশ্বর দেবনাথের ছেলে বিধু দেবনাথের সামান্য একটু জমি রয়েছে।সম্প্রতি বিধু দেবনাথ উক্ত জমি থেকে ড্রেজার দিয়ে মাঠি উত্তোলন শুরু করে।এতে জয়চন্দ্রের দুই দিকের জমি ভেঙ্গে পড়ার অাশংকা দেখা দিলে তা থেকে পরিত্রাণ পেতে জয়চন্দ্র দেবনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করলে বিষযটি তদন্ত পূর্বক ব্যাবস্থা নিতে সহকারী ভুমি কর্মকর্তা হরিপুরকে নির্দেশ দেন।সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে ড্রজার বন্ধ করে দেয়।পরদিন বেলা ১১ ঘটিকার সময় জয়চন্দ্র সি,এন,জি যোগে হরিপুর তহশীল অফিসের উদ্দেশ্যে রওয়ানা দিলে গুনিয়াউক ও হরিণবেড়ের মধ্যবর্তী স্থানে সি,এন,জি অাটকিয়ে বানেশ্বর দেবনাথের ছেলে বিধু দেবনাথ ও কানন দেবনাথের ছেলে নান্টু দেবনাথ জয়চন্দ্রকে বেদম মারপিট করে।বর্তমানে জয়চন্দ্র দেবনাথ অাহত অবস্থায় শয্যাশায়ী।ওই ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।
Leave a Reply